Subscribe Us

সিন্ধুলিপি সম্বন্ধে কী জানা যায়

প্রশ্নঃ সিন্ধুলিপি সম্বন্ধে কী জানা যায় ? 

উত্তরঃ সিন্ধু উপত্যকায় খননকার্যের ফলে যে সিন্ধুলিপি পাওয়া গেছে তা থেকে অনুমিত হয় সিন্ধুবাসী লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল । কিন্তু আজ পর্যন্ত সেই লিপির ভাষা পাঠোদ্ধার করা যায়নি । ভাষাবিদদের ধারণা , সিন্ধুলিপির সঙ্গে মিশর , মেসোপটেমিয়া , দ্রাবিড় লিপির মিল আছে ।