প্রশ্নঃ ‘ দশ রাজার যুদ্ধ’র গুরুত্ব কী ?
উত্তর : ' দশরাজার যুদ্ধ ’ কাহিনীর তথ্যগুলি থেকে প্রমাণিত হয় যে , আর্যরা বহু গোষ্ঠীতে বিভক্ত ছিল এবং গোষ্ঠীগুলি নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত থাকত । এটি তাদের সাম্রাজ্যবাদী মানসিকতার পরিচয় বহন করে । রাষ্ট্রের শাসনে পুরোহিতের স্থান ছিল খুবই গুরুত্বপূর্ণ । তাছাড়া ভরতগোষ্ঠীর রাজা দিবোদাস ও সুদাসের নামের শেষে দাস পদবী থেকে প্রমাণিত হয় যে , ভরতগোষ্ঠীতে আর্য - অনার্যের সংমিশ্রণ ঘটেছিল ।