প্রশ্ন : ভারতে লৌহ যুগের সূচনা করে হয় ?
উত্তর : ভারতের সীমান্ত এলাকায় আনুমানিক ১১০০ খ্রিস্ট - পূর্বাব্দ নাগাদ লৌহযুগের সূচনা হয় । ঋক - বৈদিক যুগে অবশ্য ভারতে লোহার ব্যবহারের প্রমাণ নেই । পরবর্তী বৈদিক সাহিত্যে ‘ কৃষ্ণয়স ’ জাতীয় শব্দের উল্লেখ রয়েছে । ‘ অয়স ’ কথাটির অর্থ লোহা । ড . রণবীর চক্রবর্তী বলেছেন , পরবর্তী বৈদিক যুগে লৌহনির্মিত যুদ্ধাস্ত্রের ব্যবহার হলেও লৌহনির্মিত লাঙলের ব্যবহার হয়নি ।