Subscribe Us

কায়খা সংস্কৃতি কী

প্রশ্ন : ‘ কায়খা সংস্কৃতি ’ কী ? 

উত্তর : আনুমানিক ২৪০০ খ্রিস্ট - পূর্বাব্দে মধ্যপ্রদেশের কায়খাতে যে তাম্রাশ্মীয় সংস্কৃতি বিকাশ লাভ করে তা কায়গা সংস্কৃতি নামে পরিচিত । প্রায় ২১০০ ক্রিস্ট - পূর্বাব্দ পর্যন্ত এর অস্তিত্ব বর্তমান ছিল । এই সংস্কৃতির বৈশিষ্ট্য হাতে নির্মিত মৃৎপাত্রের ব্যবহার ।