প্রশ্ন : জোরওয়ে সংস্কৃতি সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখ ।
উত্তর : রেডিও কার্বন পদ্ধতি অনুসারে ১৪০০ – ১১০০ খৃষ্টপূর্বাব্দের সময়কালে জোরওয়ে সংস্কৃতির প্রসার হয় । মহারাষ্ট্রের আহম্মদনগর , পুণা ও নাসিক জেলার বিভিন্ন অঞ্চলে হরপ্পা পরবর্তী এই তাম্র সংস্কৃতির সূচনা হয়েছিল । এই সংস্কৃতির সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র জোরওয়ের নাম অনুসারে এই সংস্কৃতির নামকরণ হয়েছে । এই সভ্যতার মানুষেরা তামা ও পাথরের ব্যবহার জানত । বাড়িগুলি ছিল মাটির এবং চুনের প্রলেপ দেওয়ালে দেওয়া হত । কৃষি ছিল এদের প্রধান জীবিকা । ধান , গম , বার্লি প্রভৃতি খাদ্যদ্রব্যের প্রমান মেলে । গরু , ছাগল , ঘোড়া , হাতি প্রভৃতিকে পোষ মানানো হত । নারী দেবতার পূজা , মৃতদেহের সমাধি , রঙিন মৃৎশিল্প প্রভৃতি ছিল এযুগের সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য ।