Subscribe Us

আর্যসত্য কী

প্রশ্নঃ আর্যসত্য কী ? 

উত্তরঃ মানব জীবনের দুঃখকষ্টের কারণ এবং তা থেকে মুক্তির উপায় হিসাবে বুদ্ধদেব যে চারটি মূল সত্যকে প্রতিষ্ঠিত করেছিলেন সেগুলিকে আর্যসত্য বলে । এই চারটি সত্য বা আর্যসত্য হল- 

( ১ ) এ জগৎ দুঃখময় , 

( ২ ) দুঃখের কারণগুলি হল— কামনা , বাসনা , তৃয়া ও আসত্তি , 

( ৩ ) দুঃখের কারণগুলিকে ধ্বংস করেই দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে । 

( ৪ ) কামনা , বাসনা ও আসক্তি দূর করে মুক্তি পেতে হলে একটি পদ্ধতি বা ( মার্গ ) অনুসরণ করতে হবে ।