প্রশ্নঃ মহাকাব্যের যুগের ধর্মজীবন কিরূপ ছিল ?
উত্তরঃ মহাকাব্যের যুগে বৈদিক দেবতারা তাদের মর্যাদা কিছুটা হারিয়ে ফেলেন । ইন্দ্ৰ , বরুণ প্রভৃতি দেবতার পরিবর্তে বিষ্ণুর প্রাধান্য প্রতিষ্ঠা হয় । তেমনি সন্ন্যাস ধর্মের প্রতি দিক্ নির্দেশ মহাভারতে করা হয়েছে । এই সময় থেকে ভক্তিধর্মের উদ্ভব ঘটে ।