প্রশ্নঃ হরপ্পা সভ্যতার ব্যাপ্তি নির্ণয় কর ।
উত্তরঃ ব্যাপক অনুসন্ধানের ফলে দেখা যায় , গুজরাটের হরপ্পা সভ্যতা পূর্ব পশ্চিমে ১১০০ কিমি এবং উত্তর - দক্ষিণে ১৬০০ কিমি অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল । ভারত ও ভারতের বাইরে পাঞ্জাবের হরপ্পা , রোপার , গুজরাটের লোথাল , রাজস্থানের কালিবঙ্গান , হরিয়ানার আবাল হিসার এবং পশ্চিমে ইরান ও পাকিস্তানের মধ্যবর্তী অঞ্চলে হরপ্পা সংস্কৃতির নিদর্শন পাওয়া গেছে ।