প্রশ্ন : প্রস্তর যুগে মানুষ কিভাবে খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয় ?
উত্তর : প্রাচীন ও মধ্য প্রস্তর যুগে মানুষ ছিল শিকারী , খাদ্য সংগ্রহকারী কিন্তু নব্য প্রস্তর যুগে মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয় । এসময়ে পাথরের ফলা দিয়ে কৃষিকাজ শুরু হয় । ধান , গম , যব ও ডাল উৎপন্ন হতে থাকে । এছাড়া গরু , ছাগল ও ভেরা গৃহমালিত পশুতে পরিণত হয় । এর ফলে মানুষের যাযাবর জীবনের অবসান হয় ।