প্রশ্নঃ অষ্টাঙ্গিক মার্গ কী ?
উত্তরঃ বুদ্ধ কর্তৃক নির্দিষ্ট অষ্টাঙ্গিক মার্গ হল দুঃখ থেকে মুক্তিলাভের আটটি পথ । যথা — সৎ বাক্য , সৎ কর্ম , সৎ জীবিকা , সৎ চেষ্টা , সৎ চিন্তা , সৎ সচেতনতা , সৎ সংকল্প , সৎ দৃষ্টি । এই আটটি মার্গের প্রথম তিনটির অনুশীলন দৈহিক সংযম এবং পরের তিনটির অনুশীলন মানসিক সংযম এবং শেষ দুটি মার্গ বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটায় ।