Subscribe Us

শ্বেতাম্বর ও দিগম্বরের মধ্যে পার্থক্য কোথায়

প্রশ্নঃ শ্বেতাম্বর ও দিগম্বরের মধ্যে পার্থক্য কোথায় ? 

উত্তরঃ জৈন ধর্মাবলম্বীরা দুটি ভাগে বিভক্ত ছিল – শ্বেতাম্বর ও দিগম্বর । উত্তর ভারতের যেসব জৈনরা স্থূলভদ্রের নেতৃত্বে পার্শ্বনাথের মত অনুসরণ করে শ্বেতবস্ত্র পরিধান করত , তাদের শ্বেতাম্বর এবং দক্ষিণ ভারতে অভিপ্রয়াণকারী যেসব জৈনরা ভদ্রবাহুর নেতৃত্বে মহাবীরের অনুশাসন কঠোরভাবে পালন করে সম্পূর্ণ উলঙ্গ থাকত তাদের দিগম্বর বলা হত । দিগম্বররা বিশ্বাস করত সাধুসম্ভের ক্ষুধাপিপাসা বা ধনসম্পত্তি থাকবে না , শ্বেতাম্বররা এসব বিশ্বাস করত না । তারা কিছুটা উদার ও নরমপন্থী ছিল ।