Subscribe Us

মেহেরগড় সভ্যতার ঐতিহাসিক গুরুত্ব লেখ

প্রশ্ন : মেহেরগড় সভ্যতার ঐতিহাসিক গুরুত্ব লেখ । 

উত্তর : ( i ) মেহেরগড় সভ্যতার আবিষ্কারের সঙ্গে সঙ্গে ভারতীয় সভ্যতার প্রাচীনত্ব এক ধাক্কায় খ্রিষ্টপূর্ব সাত হাজার বছরের কালসীমা স্পর্শ করেছে । 

( ii ) মেহেরগড় সভ্যতা যে হরপ্পা সভ্যতার পূর্বসূরি ছিল এ ব্যাপারে আজ কোন সন্দেহ নেই ।