Subscribe Us

তাম্র - প্রস্তর সভ্যতা বা তাম্রাশ্মীয় সভ্যতা বলতে কী বোঝ

প্রশ্ন : ' তাম্র - প্রস্তর সভ্যতা ' বা ' তাম্রাশ্মীয় সভ্যতা ' বলতে কী বোঝ ? 

উত্তর : নব্য - প্রস্তর যুগের শেষ ভাগে মানুষ তামার ব্যবহার সম্পর্কে পরিচিত হয় । প্রাচীনকালে বেশ কয়েকটি সংস্কৃতি গড়ে উঠেছিল । তামা ও পাথরের ( অশ্ব ) নির্মিত দ্রব্যাদি অবলম্বন করে যে সংস্কৃতি তামা ও পাথরের ব্যবহারের উপর নির্ভরশীল ছিল ঐতিহাসিকরা সেগুলোকে তাম্রাশ্মীয় বা তাম্র প্রস্তর যুগীয় সংস্কৃতি আখ্যা দিয়েছেন ।