Subscribe Us

খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের দুটি প্রজাতান্ত্রিক মহাজনপদ এবং চারটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম করো

প্রশ্নঃ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের দুটি প্রজাতান্ত্রিক মহাজনপদ এবং চারটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম করো । 

উত্তরঃ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের প্রজাতান্ত্রিক মহাজনপদ ছিল বৃত্তি ও মল্ল । এই সময়ে আরো যে প্রজাতান্ত্রিক রাজ্য বর্তমান ছিল সেগুলির মধ্যে উল্লেখযোগ্য কপিলাবস্তুর শাক্য , রামগ্রামের কৌলিয় , পিপ্পলিবনের মৌরিয় এবং কেশপুত্তর কালামা ।