প্রশ্নঃ জৈন ধর্মে পঞ্চমহাব্রত ( পঞ্চযাম ) কাকে বলে ?
উত্তরঃ জৈন দর্শন অনুসারে মোক্ষলাভ করার জন্য সম্যক চরিত্র লাভ অতি আবশ্যক যা পাঁচটি মহাব্রত অনুশীলনের দ্বারা লাভ করা যায় । এগুলি একত্রে পঞ্চযাম নামে পরিচিত । এই পাঁচ মহাব্রত হচ্ছে অহিংসা , সত্যবাদিতা , অনাসক্তি , চুরি না করা ও ব্রহ্মচর্য । প্রথম চারটি নীতি পালনের কথা বলেছিলেন পার্শ্বনাথ এবং এগুলির সঙ্গে ব্রহ্মচর্য যোগ করেছিলেন মহাবীর ।