Subscribe Us

বৌদ্ধধর্ম উদ্ভবের ধর্মীয় কারণ কী ছিল

প্রশ্নঃ বৌদ্ধধর্ম উদ্ভবের ধর্মীয় কারণ কী ছিল ? 

উত্তরঃ বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম ছিল কঠিন আচার অনুষ্ঠান সর্বস্ব ও ব্যয়বহুল । ব্রাহ্মণ শ্রেণির একাধিপত্য , উপনিষদের জটিল দার্শনিক তত্ত্ব , যাগযজ্ঞের বাহুল্য , পশুবলির নিষ্ঠুর বিধি প্রভৃতিতে সাধারণ মানুষ অসন্তুষ্ট হয়ে উঠেছিল । তারা সহজ সরল ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিল । স্বভাবত বুদ্ধদেব প্রচারিত বৌদ্ধধর্ম দ্রুত জনপ্রিয়তা লাভ করেছিল ।