Subscribe Us

শীল চিত্ত ও প্রজ্ঞা কী

প্রশ্নঃ শীল , চিত্ত ও প্রজ্ঞা কী ? 

উত্তরঃ বৌদ্ধধর্মে শীল , ' চিত্ত ও প্রজ্ঞা এই তিনটি অনুশীলনকে গুরুত্ব দেওয়া হয়েছে । শীল বলতে বোঝায় নৈতিক শুদ্ধতা । চিত্ত হল মানসিক সংযমের জন্য ধ্যান । প্রজ্ঞা হল পরমজ্ঞান । শীল বা নৈতিক শুদ্ধতা অনুসরণে সত্যকার ব্রহ্মচর্য অর্জন করা যায় । চিত্ত বা ধ্যানের দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন করা যায় । প্রজ্ঞা বা জ্ঞানচর্চার মধ্যে দিয়ে পরম সত্যের উপলব্ধি সম্ভব ।