Subscribe Us

বিম্বিসারের বৈবাহিক নীতি সম্পর্কে কী জান

প্রশ্ন : বিম্বিসারের বৈবাহিক নীতি সম্পর্কে কী জান ? 

উত্তর : মগধের - হর্ষঙ্ক বংশের সম্রাট বিম্বিসার – 

( ১ ) কোশলরাজ মহাকোশলের কন্যা কোশলাদেবীকে বিবাহ করে সমৃদ্ধশালী কাশী যৌতুক হিসাবে পান । 

( ২ ) লিচ্ছবি রাজকন্যা চেল্লনাকে বিবাহ করে মগধের ক্ষমতা বৃদ্ধি করেন । 

( ৩ ) বিদেহ রাজকন্যা বাসবীর পাণিগ্রহণ করেন এবং

 ( ৪ ) পাঞ্জাবের মদ্র রাজকন্যা ক্ষেমাকে বিবাহ করেন । এই বৈবাহিক সম্পর্কের ফলে বিম্বিসারের প্রতিপত্তি , মর্যাদা ও সাম্রাজ্য বিস্তারের পথ সুগম হয় ।