Subscribe Us

হরপ্পাকে নগর - সভ্যতা বলা হয় কেন

প্রশ্নঃ হরপ্পাকে নগর - সভ্যতা বলা হয় কেন ? 

উত্তরঃ হরপ্পাতে খনন কার্যের ফলে প্রশস্ত ও সোজা পথের দুধারে পরিকল্পিত নগরায়ন , উন্নত নাগরিক জীবন ও পৌর সুযোগ - সুবিধার নিদর্শন পাওয়া যায় । পোড়া ইট নির্মিত পরিকল্পিত সুদৃশ্য তিনতলা পর্যন্ত ইমারত , প্রশস্ত ও পরিকল্পিত রাজপথের সঙ্গে অপরিসর গলি , আবর্জনা নিষ্কাশনের জন্য উন্নত পয়ঃপ্রণালী , বৃহৎ স্নানাগার , শস্য ভাণ্ডার প্রভৃতি নগরকেন্দ্রিক উন্নত জীবন ধারার পরিচয় বহন করে । তাই মর্টিমার হুইলার , ড . এল . ব্যাসাম সহ অধিকাংশ পণ্ডিত হরপ্পাকে নগর - সভ্যতা বলে মনে করেন ।