Subscribe Us

মেহেরগড় সভ্যতার অবস্থান নির্দেশ কর

প্রশ্ন : মেহেরগড় সভ্যতার অবস্থান নির্দেশ কর ।

 উত্তর : বোলান গিরিপথের কাছে কোয়েটা শহর থেকে ১৫০ কি.মি. দূরত্বে কাচ্চি সমভূমিতে ৫০০ একর স্থান জুড়ে মেহেরগড় প্রত্নক্ষেত্র অবস্থিত । সাতটি স্তর বিশিষ্ট এই প্রত্নক্ষেত্রের প্রথম তিনটি স্তর নব্য প্রস্তর যুগের । সাতটি স্তরে ভ্রাম্যমান পশুপালকের জীবন থেকে শুরু করে নাগরিকতায় উত্তরণের প্রতিটি দশার সুস্পষ্ট চিত্র পাওয়া যায় ।