প্রশ্নঃ সিমেট্রি এইচ ' কী ?
উত্তর : সিন্ধু উপত্যকার সমাধি প্রসঙ্গে হরপ্পার ‘ সিমেট্রি এইচ ’ সম্পর্কে কিছু বলতে হয় । এই সমাধিক্ষেত্রে দুটি স্তরে কবর পাওয়া গেছে । উপরের স্তরে আছে আংশিক সমাধি , আর নীচের স্তরে পূর্ণ সমাধি । কিন্তু সমাধি ক্ষেত্র থেকে প্রাপ্ত মাটি বা তামার পাত্রগুলি খুবই নিম্নমানের । ফলে এগুলিকে হরপ্পীয় সমাধি বলে সনাক্ত করা কঠিন ।