প্রশ্ন : ‘ বৌদ্ধ - সংগীতি ' সম্পর্কে কী জান ?
উত্তরঃ গৌতম বুদ্ধের ধর্মীয় উপদেশ ও বৌদ্ধ দর্শনের বিভিন্ন ব্যাখ্যা এবং বৌদ্ধ দর্শন সম্পর্কে মতভেদ নিরসনের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বৌদ্ধ পণ্ডিত ও ভিক্ষুদের নিয়ে যে আলোচনা সভার আয়োজন করা হত তা ‘ বৌদ্ধ সঙ্গীতি ’ নামে পরিচিত । ভারতে মোট চারটি ‘ বৌদ্ধ সঙ্গীতি ’ অনুষ্ঠিত হয়েছিল । প্রথম সভাটি মহাকাশ্যপের নেতৃত্বে অনুষ্ঠিত হয় রাজগৃহে , দ্বিতীয়টি শৈশুনাগ বংশের শাসক কালাশোকের আমলে বৈশালীতে ; তৃতীয়টি অশোকের আমলে রাজধানী পাটলিপুত্রে এবং চতুর্থ বা শেষ বৌদ্ধ - সঙ্গীতি কুষাণ সম্রাট কণিষ্কের আমলে কাশ্মীরে ( মতান্তরে জলন্ধরে ) অনুষ্ঠিত হয়েছিল ।