প্রশ্ন : নগরায়ণ কাকে বলে ?
উত্তর : সাধারণত প্রশাসনিক কাঠামো , ধর্মীয় প্রতিষ্ঠান বা ব্যবসা - বাণিজ্য এমনকি সময়ে সময়ে শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করেও নগরায়ণ প্রক্রিয়া সমাপন হয় । সাধারণত পার্শ্ববর্তী গ্রাম্য অঞ্চলের উদ্বৃত্ত কৃষি উৎপাদন ও বাড়তি জনসমস্যাকে সামঞ্জস্য বিধান করতেই নগরায়ণ প্রক্রিয়ার সূত্রপাত হয়— ভারতবর্ষের প্রথম নগরায়ণ সম্পন্ন হয়েছিল ২৩৫০ খ্রিঃ পূঃ নাগাদ । অর্থাৎ হরপ্পা - মহেঞ্জদারোর হাত ধরে । এবং এর পর ষোড়শ মহাজনপদের যুগে আনুমানিক ষষ্ঠ খ্রিষ্ট পূর্বে ভারতবর্ষে দ্বিতীয় নগরায়ণের সূত্রপাত হয়েছিল ।