প্রশ্ন : ‘ মাদ্রাজ ’ সংস্কৃতি সম্পর্কে কী জান ?
উত্তর : ১৯৩৮-৪০ সালে প্যাটারসন ও কৃষ্ণস্বামী মাদ্রাজ উপকূলবর্তী অঞ্চলে আদি - পুরাপ্রস্তর যুগের বিভিন্ন নিদর্শন সম্পর্কে বিবরণ প্রকাশ করেন । প্রকৃতির দিক থেকে এগুলো প্লেইটোসিন যুগের নর্মদা ও পাঞ্জাব অঞ্চল থেকে সংগৃহীত নিদর্শন সমুহের কাছাকাছি । মাদ্রাজ অঞ্চলে এই পর্বে একটি ‘ হাত- কুঠার সংস্কৃতি ' লক্ষ্য করা যায় । এটি ‘ মাদ্রাজ সংস্কৃতি ' নামে পরিচিত ।