Subscribe Us

পার্শ্বনাথ প্রচারিত চতুর্যাম কী

প্রশ্নঃ পার্শ্বনাথ প্রচারিত চতুর্যাম কী ? 

উত্তরঃ জৈন তীর্থঙ্কর , পার্শ্বনাথ যে চারটি নীতি পালনের ওপর জোর দিয়েছিলেন সেগুলি একত্রে চতুর্যাম বলে । পার্শ্বনাথ প্রচারিত চতুৰ্যাম হল — হিংসা না করা , মিথ্যাকথা না বলা , চুরি না করা , আসক্তি না রাখা — এই চারটি নির্দেশ ।