প্রশ্ন : মালওয়া সংস্কৃতি কী ?
উত্তর : মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের পশ্চিম অংশে তাম্রাশ্মীয় যুগের সভ্যতার সন্ধান পাওয়া গেছে । এই সংস্কৃতিকে মালওয়া সংস্কৃতি বলা হয় । সম্ভবতঃ ২০০০ – ১৪০০ খৃষ্টপূর্বাব্দে এই সাংস্কৃতির বিস্তার ঘটে । গ্রামকেন্দ্রীক এই সংস্কৃতির কেন্দ্র ছিল গ্রাম । ছোট - বড় গোলাকৃতির মাটি ও গাছপালা দিয়ে বাড়িগুলি তৈরী হত । মালওয়া সংস্কৃতির মৃৎপাত্রগুলি ছিল লাল ও কালো রঙের এবং নক্সাযুক্ত । এখানে তামার সঙ্গে লোহার ব্যবহার করা হত । খাদ্যদ্রব্য হিসাবে ধান , গম , মুসুর , তিসি প্রভৃতির চাষ হত । কার্পাসের সুতোর ব্যবহারের প্রমান পাওয়া গেছে । ধর্মীয় ক্ষেত্রে ষাঁড় এবং শিবলিঙ্গ পূজার প্রমান মেলে ।