প্রশ্নঃ রক্ষণশীলতা হরপ্পা পতনের জন্য কীভাবে দায়ী ছিল ?
উত্তরঃ সিন্ধু - উপত্যকায় আবিষ্কৃত ধ্বংসাবশেষের বিভিন্ন স্তরের মিল থেকে জানা যায় হরপ্পাবাসীরা মানসিকভাবে রক্ষণশীল ছিল । যুগের পরিবর্তনের সঙ্গে নিজেদের পরিবর্তনশীল করে তুলতে পারেনি । লৌহ আবিষ্কৃত হলেও লৌহ নির্মিত লাঙ্গল বা কুঠার ব্যবহার দ্বারা কৃষি উৎপাদন বৃদ্ধির কোন উদ্যোগ তারা নেয়নি , এমনকি লৌহ নির্মিত অস্ত্র ব্যবহার না করায় তারা বিদেশী আক্রমণের মোকাবিলা করতে পারেনি । এই আর্থিক ও সামাজিক বন্ধ্যাত্ব এই সভ্যতার পতন ডেকে আনে ।