Subscribe Us

সর্বাস্তিবাদী সম্প্রদায় কাদের বলা হত

প্রশ্নঃ ‘ সর্বাস্তিবাদী সম্প্রদায় ' কাদের বলা হত ? 

উত্তরঃ বৌদ্ধ ভিক্ষুগণ প্রথমে ‘ মহাসংঘিকা ’ ও ‘ থেরবাদী ’ নামক দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন । থেরবাদী সম্প্রদায় থেকে ‘ সর্বাস্তিবাদী ’ নামে এক উপসম্প্রদায়ের উদ্ভব হয়েছিল । রাহুল ভদ্র ছিলেন এই উপসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা । এঁরা বিশ্বাস করতেন যে পঞ্চভূত ও ৭৫ টি মৌলিক উপাদানের কোন ক্ষয় নেই ।