Subscribe Us

ভিক্ষুদের কোন দশটি শীল পালন করতে হত

প্রশ্নঃ ভিক্ষুদের কোন দশটি শীল পালন করতে হত ? 

উত্তরঃ ভিক্ষুদের পালনীয় দশটি শীল বা আচরণ হল- হত্যা , চুরি , ব্যভিচার , অসত্য ভাষণ , বৈকালিক আহার , নৃত্যগীত উপভোগ , মালাচন্দন ও সুগন্ধি ব্যবহার , সুখশয্যা গ্রহণ এবং মহার্ঘ অলঙ্কার পরিধান পরিহার করা ।