Subscribe Us

পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় জীবন কীরূপ ছিল

প্রশ্নঃ পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় জীবন কীরূপ ছিল ? 

উত্তরঃ পরবর্তী বৈদিক যুগে ধর্মীয় জীবনে অনেক পরিবর্তন আসে । তৎকালীন ধর্মীয় জীবন যাগযজ্ঞাদি ও আচার অনুষ্ঠানের ওপর নির্ভরশীল ছিল । এ যুগে বাজপেয় , রাজসূয় , অশ্বমেধ যজ্ঞের প্রচলন ছিল । এই যজ্ঞগুলি করে রাজারা দেবতাদের সঙ্গে নিজেদের তুলনা করেছেন । পুরোহিতদের মধ্যে হোত্রী , উদ্গাত্রী , অবধ্বর্ষু , ব্রাহ্মণ — চারটি শ্রেণির উদ্ভব হয়েছিল । রুদ্র এবং বিষ্ণু এ যুগে বিশেষ মর্যাদা লাভ করেছিল । এ যুগে শয়তান , জাদুমন্ত্র , ডাকিনীবিদ্যা ইত্যাদি সম্পর্কে নানা কুসংস্কার মানুষের মনে দানা বেঁধে ছিল ।