প্রশ্নঃ C14 বলতে কী বোঝ ?
উত্তর : C বা কার্বন 14 হল , কার্বনের একটি আইসোটোপ , যা জীবদেহজাত প্রত্নাবশেষের সময় নির্ধারণে ব্যবহৃত হয় । কাঠ , কাঠকয়লা , হাড় ও খোলা । ১৯৪৯ খ্রিষ্টাব্দে মার্কিন রসায়নবিদ Willard Libby এই পদ্ধতিটি আবিষ্কার করেন । সাধারণত ৫৭৩০ বছরে কার্বনের একটি পরমাণু ভেঙে দুটি অণু গঠিত হয় । এই হিসাবে প্রত্নাবশেষের বয়স নির্ধারণের চেষ্টা করেন প্রত্নতত্ববিদেরা । তবে এই প্রচেষ্টায় = 100 হিসাবের ত্রুটি রয়ে যায় বলে মনে করা হয় । D. P. Agarwal C প্রয়োগ করে হরপ্পা সভ্যতার কালনির্ণয়ের চেষ্টা করেছিলেন ।