প্রশ্নঃ ব্রাত্য ও নিষাদ কারা ছিল ?
উত্তরঃ পরবর্তী বৈদিক যুগে ব্রাত্য ও নিষাদ দুটি পৃথক জনগোষ্ঠীর নাম সমকালীন সাহিত্যে পাওয়া যায় । ব্রাত্য সম্ভবত বৈদিক ধর্মাচরণের বিরোধী আর্যজাতি । তারা পশুপালনকেই জীবিকা হিসাবে ধরেছিল । অন্যদিকে নিষাদ আর্য সমাজের প্রভাব বহির্ভূত অনার্য জাতি ।