প্রশ্ন : লৌহ যুগের সূচনার কালের ঐতিহাসিক পর্যায়গুলি কী ছিল ?
উত্তর : লোহার ব্যবহারের সূচনাকালের চারটি সংস্কৃতি সম্পর্কে ঐতিহাসিকগণ দিক নির্দেশ করেছেন । যথা — বেলুচিস্তানের সমজাতীয় সংস্কৃতি , চিত্রিত ধুসর মৃৎপাত্র সংস্কৃতি ( P.G.W. ) , উত্তরের কৃমসৃণ মৃৎপাত্র সংস্কৃতি ( N.B.P. ) এবং দক্ষিণ ভারতের মেগালিথ সংস্কৃতি ।