প্রশ্নঃ বৈদেশিক আক্রমণ সিন্ধু সভ্যতার পতনের জন্য দায়ী — এই যুক্তির প্রমাণ কী ?
উত্তরঃ এইচ . জি . ওয়েলস ও হুইলার - এর মতে , বহিরাগত আর্য জাতির আক্রমণে সিন্ধু সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয় । ধ্বংসাবশেষে প্রাপ্ত মনুষ্য কঙ্কালগুলির খুলিতে ধারালো অস্ত্রের দ্বারা আঘাতের চিহ্ন থেকে বোঝা যায় সিন্ধু শহরে কোন বহিরাগত জাতি আকস্মিক আক্রমণ চালায় । হরপ্পাবাসী তা মোকাবিলা করতে পারেনি এবং তাদের পতন ঘটেছিল । ঋগবেদে ইন্দ্রকে পুরন্দর বা নগর - ধ্বংসকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে । হুইলার - এর মতে , এক্ষেত্রে হরপ্পা শহর ধ্বংসের কথাই বলা হয়েছে ।