প্রশ্নঃ বৌদ্ধধর্মকে ‘ প্রতিবাদী ধর্ম ' কেন বলা হয় ?
উত্তর : ব্রাহ্মণ্যধর্মের জটিল ধর্মাচরণ পদ্ধতি , যাগযজ্ঞের বাহুল্য , জাতিভেদ প্রথা , বর্ণবৈষম্য , ব্রাহ্মণ্যশ্রেণির আধিপত্য , গো - বলিদান প্রথা , সমাজে বৈশ্য ও ক্ষত্রিয় শ্রেণির মর্যাদা না থাকা — সব মিলিয়ে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে সাধারণ মানুষ অসন্তুষ্ট ছিল । বৌদ্ধধর্মে এইসব নীতিগুলি অনুপস্থিত ছিল । এবং এসবের বিরুদ্ধাচরণ করায় বৌদ্ধ ধর্মকে ‘ প্রতিবাদী ধর্ম ' বলা হয়েছে ।