Subscribe Us

বেদকে কেন শ্ৰুতি বা স্মৃতি বলা হয়

প্রশ্নঃ বেদকে কেন ‘ শ্ৰুতি ’ বা ‘ স্মৃতি ' বলা হয় ? 

উত্তর : প্রথম দিকে বেদের কোন লিখিত রূপ ছিল না , গুরু - শিষ্য কাল পরম্পরায় তা শুনে শুনে মনে রাখতেন বলে বেদের অপর নাম ‘ শ্রুতি ' । আবৃত্তি দ্বারা বংশ - পরম্পরায় ঋকবেদের রচনা মুখে মুখে চলে এসেছিল বলে একে বলা হয় ‘ স্মৃতি ।