প্রশ্নঃ বেদাঙ্গ কাকে বলে ? এর ছয়টি কী কী ?
উত্তরঃ বৈদিক পরবর্তীযুগে সঠিকভাবে বেদপাঠ শিক্ষা , তার অর্থ আত্মস্থ করা এবং যাগযজ্ঞের নিয়ম শিক্ষার জন্য যে সহায়ক গ্রন্থগুলি রচিত হয়েছিল সেগুলিকে বেদাঙ্গ বলা হয় । বেদাঙ্গের ছয়টি সূত্র হল — শিক্ষা বা উচ্চারণ তত্ত্ব , কল্প বা যজ্ঞ তত্ত্ব , ব্যাকরণ , নিরুক্ত বা শব্দতত্ত্ব , ছন্দ এবং জ্যোতিষ বা যজ্ঞকলি নির্ণয় জ্ঞান । এগুলির মধ্যে ' শিক্ষা ' ও ' ছন্দ ' এই দুটিকেই সর্বাধিক গুরুত্ব দান করা |