Subscribe Us

তাম্ৰাম্মীয় সংস্কৃতি বলতে কী বোঝ

প্রশ্ন : তাম্ৰাম্মীয় সংস্কৃতি বলতে কী বোঝ ? 

উত্তর : নব্যপ্রস্তর যুগের পরবর্তী পর্যায়ে তাম্ৰষ্মীয় সংস্কৃতির ( Chalcolithic Age ) বিকাশ ঘটেছিল । তামা ও পাথরের তৈরী জিনিস অবলম্বন করে এই সংস্কৃতি গড়ে উঠেছিল বলে , এর নাম তাম্রাহ্মীয় ( Chalcolithic Age ) সংস্কৃতি । ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই সংস্কৃতি পাওয়া গেলেও এর প্রথম নিদর্শন মেলে অধুনা আফগানিস্তানের মুভিগ , রানা ঘুণ্ডাই , ছানহুদারো , সুটকাগেনদোর প্রভৃতি অঞ্চলে ।