প্রশ্ন : ‘ মেসোলিথিক সংস্কৃতি ' বলতে কী বোঝ ?
উত্তর : পুরাতন প্রস্তর যুগের তুলনায় মধ্য — প্রস্তর যুগ অল্পকাল স্থায়ী ছিল । পাথরের ব্যবহারের দিক থেকে এইযুগের বৈশিষ্ট্য তুলনামূলক কম । এই যুগে এমন কিছু আবিষ্কার দেখা যায় , যার সঙ্গে পাথরের কোনো যোগ নেই । আবহাওয়ার তাপমাত্রার ক্ষেত্রে এই সময় অতি দ্রুত পরিবর্তন ঘটে । পরিবেশের পরিবর্তন এত বেশি হয় যে , মানুষের সমাজের ভারসাম্য ভেঙে পড়েছিল । এই যুগে সংস্কৃতির ক্ষেত্রে যে সমঝোতা দেখা যায় তাকেই ‘ মেসোলিথিক সংস্কৃতি ' বলা হয় ।