প্রশ্ন : সপ্তসিন্ধু কী ?
উত্তর : ভারতে আর্যরা প্রথম সপ্তসিন্ধু অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন । সিন্ধু ও তার পাঁচটি উপনদী – শতদ্রু , বিপাশা , ইরাবতী , চন্দ্রভাগা ও বিতস্তা এবং সরস্বতী – এই সাতটি নদীবেষ্টিত অঞ্চল অর্থাৎ বর্তমান পাঞ্জাব ও নিম্ন সিন্ধু অঞ্চল ‘ সপ্তসিন্ধু ' বলে পরিচিত ।