প্রশ্নঃ মহাকাব্যের যুগে নারীদের মর্যাদা কেমন ছিল ?
উত্তর : মহাকাব্যের যুগে নারীদের মর্যাদা বৈদিক যুগের চাইতে কম হয়েছিল । এযুগে রাজাদের বহু স্ত্রী ছিলেন । পুরুষেরা বহু বিবাহ করত এবং একাধিক দাসী রাখা হত । আবার মহাভারতে দ্রৌপদীর পঞ্চস্বামী ছিল । মহিলারা লোক পালনের সময় অন্তঃপুর থেকে বেরিয়ে আসতে পারতেন ।