Subscribe Us

আমরি সংস্কৃতি সম্পর্কে কী জান

প্রশ্ন : ' ‘ আমরি সংস্কৃতি ' সম্পর্কে কী জান ? 

উত্তর : সিন্ধু সমতলের নিম্নাংশে সিন্ধু উপত্যকার প্রান্ত দেশে প্রাক - হরপ্পীয় সভ্যতার একটি কেন্দ্র ছিল আমরি । এখানকার মানুষ পাথর এবং কাদামাটির তৈরি বাড়িতে বসবাস করত । এরা এক ধরনের শস্যাগার ব্যবহার করত । এদের মাটির পাত্রগুলোর গায়ে ভারতীয় কুকুর , বৃষ বা মেষ ইত্যাদি পশুর প্রতিকৃতি অঙ্কিত ছিল । এখানকার সংস্কৃতি ‘ আমরি সংস্কৃতি ’ নামে পরিচিত হয়ে ওঠে । হরপ্পা সভ্যতার আমরির পশুর প্রতিকৃতিগুলোর জনপ্রিয়তা লক্ষ্য করা যায় ।