প্রশ্নঃ আর্যদের প্রাচীনতম সাহিত্যের নাম কী ? এটি কয় ভাগে বিভক্ত ?
উত্তরঃ আর্যদের তথা পৃথিবীর প্রাচীনতম সাহিত্যের নাম ‘ বেদ ' । বেদ চার ভাগে বিভক্ত , যথা — ঋক্ , সাম , যজু এবং অথর্ব । প্রত্যেকটি বেদ আবার চার পর্বে রচিত । যথা — সংহিতা , ব্রাহ্মণ , আরণ্যক ও উপনিষদ । ঋক সংহিতা বা ঋগবেদ হল সবথেকে প্রাচীন ।