প্রশ্নঃ গ্রাম্যবাদীন এবং ভাবাতা কাকে বলা হত ? বৈদিক সাহিত্যে চিকিৎসক হিসাবে কাদের উল্লেখ করা হয়েছে ?
উত্তরঃ পরবর্তী বৈদিক যুগে গ্রামের সাধারণ বিচারকার্য পরিচালনা করত গ্রাম্যবাদীন এবং পরবর্তী বৈদিক যুগে রাজার সর্বাপেক্ষা প্রিয়পত্নীকে বলা হত ভাবাতা । বৈদিক সাহিত্যে অশ্বিনী কুমারদ্বয়কে চিকিৎসক হিসাবে উল্লেখ করা হয়েছে ।