প্রশ্নঃ হরপ্পা - সংস্কৃতিকে ‘ মিশ্র - সংস্কৃতি ' বলা হয় কেন ?
উত্তরঃ সিন্ধু উপত্যকায় ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত অস্থি , খুলি , ব্যবহৃত সামগ্রী বিশ্লেষণ করে পণ্ডিতদের ধারণা , চার জাতির লোক — ককেশীয় , ভূ মধ্যসাগরীয় , আল্পীয় , মঙ্গোলীয় — হরপ্পা - সংস্কৃতির সৃষ্টি ও বিকাশের সঙ্গে যুক্ত ছিল । এই কারণে হরপ্পা - সংস্কৃতিকে ‘ মিশ্র সংস্কৃতি ’ বলা হয় ।