প্রশ্ন : ঝুকার সংস্কৃতির বৈশিষ্ট্য কী ছিল ?
উত্তর : ( ক ) পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঝুকার অঞ্চলের নাম অনুসারে এই সংস্কৃতির নাম ঝুকার সংস্কৃতি ।
( খ ) সিন্ধু সভ্যতার ব্যবহার করা বাড়ি এবং পোড়া ইঁট এই সভ্যতায় পুনরায় ব্যবহার করা হত ।
( গ ) হাতলযুক্ত তামার কুঠার , মৃতপাত্র , পাথরের শিলমোহর প্রভৃতি পাওয়া গেছে ।