Subscribe Us

নব্যপ্রস্তর যুগ ( Neolithic Age ) বলতে কী বোঝ

 প্রশ্ন : নব্যপ্রস্তর যুগ ( Neolithic Age ) বলতে কী বোঝ ?

 উত্তর : আনুমানিক ৪০০০ খ্রিঃ পূঃ থেকে ভারতবর্ষে নব্যপ্রস্তর যুুুুুগের যুগের সূচনা হয়েছিল । এ কালের হাতিয়ারগুলি ছিল বেশি মসৃন , ধারালো ও ব্যবহার উপযোগী । এই সময় কৃষিকাজের বেশি অগ্রসর হয় । মানুষ স্থায়ী বসতি গড়ে তুলতে শুরু করে , আগুনের ব্যবহার শুরু হয় এককথায় মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছিল । 

আরো পড়ো