Subscribe Us

গিরিমাটি রঞ্জিত মৃৎপাত্রের সংস্কৃতি ( O.C.P ) কী

প্রশ্ন : ' গিরিমাটি রঞ্জিত মৃৎপাত্রের সংস্কৃতি ' ( O.C.P ) কী ? 

উত্তর : খ্রিস্ট - পূর্ব ২৮০০-১৫০০ অব্দের মধ্যবর্তীকালে উত্তর - পূর্ব রাজস্থান থেকে উত্তর প্রদেশের পশ্চিম প্রান্তে যে সংস্কৃতি বিকাশলাভ করেছিল তা ‘ গিরিমাটি রঞ্জিত মৃৎপাত্র সংস্কৃতি ' ( Ochre Coloured Potery - O.C.P ) নামে পরিচিত । এখানের মাটির পাত্রের রঙ ছিল গৈরিক ।