Subscribe Us

Cylinder Hammer technique বলতে কী বোঝ

প্রশ্নঃ Cylinder Hammer technique বলতে কী বোঝ ?

উত্তর : একটি শিলাখণ্ডকে হাতিয়ারের রূপ দেওয়ার জন্য সেটি থেকে চটার পর চটা খসিয়ে ফেলা হত । এভাবে মূল পাথরখণ্ড থেকে হাত -কুড়াল তৈরী হত । পাথর থেকে চটা খসানোর এই পদ্ধতিকে Cylinder hammer technique বলা হয়েছে ।