Subscribe Us

ঐতিহাসিক যুগ ( Historic Age ) বলতে কী বোঝ

প্রশ্ন : ঐতিহাসিক যুগ ( Historic Age ) বলতে কী বোঝ ? 

উত্তর : লিখিত পদ্ধতির উদ্ভাবন ও লিখিত বিবরণের অস্তিত্বকে ঐতিহাসিক যুগের সূচনা হিসাবে ধরা হয় । আবার অন্য ব্যাখ্যা অনুসারে কোন দেশে লোহা ব্যবহারের সূত্রপাত থেকে সেই দেশে ঐতিহাসিক যুগের সূচনা হয় । তবে বিশ্বের সর্বত্র একই সময়ে ঐতিহাসিক যুগের সূচনা হয়নি ।